অধ্যক্ষ
বিভাগীয় শহর রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘রংপুর সরকারি সিটি কলেজ’ উচ্চ-মাধ্যমিক পর্যায়ের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান।
আবহমান কাল থেকে মানুষ প্রকৃতি থেকে যে জ্ঞান আহরণ করে তারই আরেক নাম শিক্ষা। মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান এবং সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক। অত্র প্রতিষ্ঠানে একদল দক্ষ ও আন্তরিক শিক্ষক মেধা বিকাশে সর্বদাই নিয়োজিত রয়েছে। শিক্ষা আজ অনেকটাই প্রযুক্তি নির্ভর। ডিজিটাল হাজিরা পদ্ধতি, সুসজ্জিত আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, অত্যাধুনিক আইসিটি ল্যাব ইত্যাদি শিক্ষার্থীদের আগ্রহী ও মনোযোগী করে তোলে যা অত্র প্রতিষ্ঠানে বিদ্যমান। এখানে সহ পাঠ্যক্রমের অংশ হিসেবে সাহিত্য ও সংস্কৃতি চর্চা, অন্তকক্ষ ও বহি: ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল, ভলিবল, ক্রিকেট সহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ভাবে সুস্থ্য থাকতে সহায়তা করে।