Welcome to RGCCR!

বাংলাদেশের ঐতিহ্যবাহী ১৬ টি সরকারি কমার্শিয়াল ইন্সটিটিউট –এর মধ্যে রংপুরের প্রাণ কেন্দ্র সেন্ট্রাল রোডে অবস্থিত গভ কমার্শিয়াল ইন্সটিটিউট, রংপুর ছিল অন্যতম। ১৯৫৯ সালের ‘জাতীয় শিক্ষা কমিশন’ এর সুপারিশের ভিত্তিতে কর্মমুখী শিক্ষার ধারণা নিয়ে ১৯৬৫ সালে এই প্রতিষ্ঠানগুলোর যাত্রা শুরু হয়। রংপুরের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সময় রংপুর পুলিশ লাইন্সের বিপরীতে অবস্থিত রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাথে একীভূত ছিল। পরবর্তীতে ১৯৯৯ সালের ১০ এপ্রিল সেন্ট্রাল রোডের “বামনডাঙ্গা জমিদার বাড়ির পুরাতন ও জীর্ণ ভবনগুলো ভেঙে সম্পূর্ণ নতুন ভবন নির্মাণ করে এর কার্যক্রম শুরু হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটির মূল ভবন চার তলা বিশিষ্ট। মূল ভবনের সামনে রয়েছে খেলার মাঠ, বাম পাশে সাইকেল গ্যারেজ। মূল ভবনের বিভিন্ন তলায় ক্লাস রুম, মাল্টিমিডিয়া ক্লাস রুম, টাইপ ল্যাব, কম্পিউটার ল্যাব, হল রুম, নামাজ ঘর, লাইব্রেরি রুম, অফিস রুম , শিক্ষক মিলনায়তন এবং অধ্যক্ষ মহোদয়ের কক্ষ অবস্থিত। আরও পড়ুন